দেখেছ কি তুমি, কোনো এক বাড়ী!
যেখানে খুঁজেও, পাওনি আয়না
আয়না ছাড়া কি, বাড়ী হয় নাকি!
এটাতো কখনো, ভাবাই যায় না|


পাবেই একটা, যত ছোট হোক
বড় যে হবে না, তা তো বলছি না
একটার থেকে, বেশী হতে পারে
তাতে তো আমার, কথা কাটবে না|


তোমার দুচোখ, আমার আয়না
এমন ভাবনা, কেন যে হয় না
ভালবাসা চাই, তোমরাও চাও
কি হারাবো, যদি না থাকে আয়না!


আয়না থাকবে, এতে নেই ভুল
থাকবে না, সেটা কেউ তো চায় না
আয়নাতে মুখ, দেখতেই হবে
নইলে তো এই, মনটা ভরে না|


অগুণিত যত, জিনিস সামনে
তাদের দেখতে, আয়না লাগে না
নিজেকে দেখার, উপায় একটি
সে উপায় হলো, একটি আয়না|


সুন্দর হতে, চায় তো মানুষ
সাজিয়ে দিলেও, মেনে তা নেয় না
প্রতিবিম্বকে, দেখার পরেই
হাসি হাসি চোখ, হয়ে যায় জানা|


কোনো বাহানার, দরকার নেই
রাখতে বাড়ীতে, একটি আয়না
না রেখে আয়না, জীবন থামে কি!
বাঁচার জন্য, লাগে না আয়না|


আয়নার আছে, পরোক্ষ দান
আয়নাবিহীন, জীবন সয় না
উপযোগীতার, বিশ্লেষণেও
মানের ঘরেই, যায় তো আয়না|


জগতে আয়না, প্রগতির কাজে
এতই লাগে যে, বলাই যায় না
বিজ্ঞান ঘেটে, দেখতেই পারো
আয়না, আবিষ্কারের গয়না|


কোনো অন্ধের, আয়না আছে কি!
তাঁদের বাঁচা কি, কিছু কম নাকি!
হয়ত উঠবে, তর্কের ঝড়
কেন তর্ককে, শুধু ডাকাডাকি!


কেমন লাগছে, দেখতে আমায়!
প্রতিমূহূর্ত্ত, সেটাই মাথায়
আয়নাতে চোখ রাখি, আর ভাবি
জীবন কি নয়, প্রকৃতির ছায়!


আয়না ছাড়া কি জীবন হয় না!