//আভাস, ইশারা, সংকেত//


সংকেত দেবো, ইশারা করব
দিয়েও দেবো আভাস
এর বেশী আর, কি করতে পারি!
গড়তে কি পারো বিশ্বাস!


বিশ্বাস ধরে রাখবেই কেন
দিয়েই দাও-না মুক্তি
নিঃশ্বাস ছুটে ধরবে ইশারা
আভাসেও পাবে যুক্তি।


ভালবাসা দিতে, চাই সংকেত
আভাস, নিদেন পক্ষে
অনুভূতি দিয়ে, বুঝতেই হবে
নচেৎ, হারানো লক্ষ্যে।


সংকেত কেন, আভাসই বা কেন
সোজা বললেই হয়
যাকে পেতে চাই, ডাকতেই পারি
সংকেত কেন দিতে হয়!


স্বাধীন সমাজ, গড়েনি এখনো
ইশারায় যেতে হয়
অভিব্যক্তি, মুখাবয়ব দেখে
বোঝার চেষ্টা হয়।


দৃষ্টির দর্পণে ফুটে ওঠা
ইঙ্গিতও বলে দেয়
"এসো এসো এসো, তুমি কাছে এসো
তোমারই অপেক্ষায়"।


আমি চেয়ে থাকি, আসবে আভাস
তুমি পেতে চাও ইঙ্গিত
আর কেউ, পেতে চায় সংকেত
ইশারা নয় অতীত।


আভাস ইশারা সংকেত, শুধু
ভালবাসতেই নয়
আভাস তো চাই যে কোনো কাজেই
আভাসে ভয় হারায়।


কথা এলো কবে, কবে এলো ভাষা!
মানুষ অনেক আগে
সে সময় ছিল সংকেত ভাষা
মন ছিল অনুরাগে।


চিঠি উড়ে এলো, এলো সন্দেশ
সংকেত এলো সাথে
না-লেখা না-বলা সংকেত আসে
শুধুই ভালবাসাতে।


সুবীর সেনগুপ্ত