//আবিষ্কার ও উদঘাটন অমর//


আবিষ্কারের অন্ত কী হতে পারে!
এমন ভাবনা কেন স্বভাবের ঘরে!
স্বভাব মানেই, মনের প্রতিফলন
প্রতিফলন হয় নিজের অবসরে!


ভাবনা তুচ্ছ ভাবনা অর্থপূর্ণ
হয়না কখনো এ মন ভাবনাশূন্য
অভাবিত যত ভাবনা আসবে মনে
ভাবনার থেকে প্রতিফলনের স্মরণে|


ভাবনা যা হবে হবেই, কী আর করা!
এখন ভাবনা আবিষ্কারের ফোয়ারা
উদ্ভাবন আর সন্ধান কী! ভাবছি
এ কী সম্ভব প্রতিসংহার করা!


আবিষ্কার-উদ্ঘাটন এক নয়
উদ্ঘাটনের অর্থ হলো প্রকাশ  
প্রকাশ না হলে থাকবেই আড়ালে
আবিষ্কার তো অজানার মাঝে শ্বাস|


আবিষ্কারের অন্ত হবে কি হবে না!
এই জিজ্ঞাসা নয় তদন্ত সাপেক্ষ
আবিষ্কারের দিন ক্ষণ সূচী নেই
আবিষ্কারের হয়না উপলক্ষ্য|  


আবিষ্কারের জন্যই পাই নব্য
উদ্ঘাটনেও নব্যের দেখা মেলে
মানুষের চাই অহরহ কিছু নতুন
আবিষ্কার ও উদঘাটন দেয় ঢেলে|


হতেই পারেনা আবিষ্কারের সমাপ্তি
চলতে থাকবে অভূতপূর্ব উদঘাটন
আমার ভাবনা ভাবনায় থেকে যাবে  
তা থেকেই হলো কবিতার উদ্ভাবন|


সুবীর সেনগুপ্ত