সিঁদুরের রঙে, রাঙা মন নিয়ে দেখছ
শাখা ও পলার, দিকে চোখ রেখে ভাবছ
কি ভাবছ তার, অনুমান করা যায়
অজানা জীবন, হবে নাকি সুখময়!


সাতাশ বছর, কাটিয়েছি যে জীবন
সে জীবন ছেড়ে, নতুনে পদার্পন
শুভ পরিণয় হোক, এই মনটা চায়
দুটো তন মন, মিশে যাক কামনায়|


বাঁধা গাঁটছড়া, সে তো দৃশ্যত বন্ধন
তন মিশবেই, মিশেও যাবে কি মন!
আনন্দঘন মুহূর্ত, তবু সংশয়
উৎকণ্ঠায়, হবে নাকি মন বিনিময়!


ভালবাসা চাই, তাই এই পরিণয়|
সাথী চাই, নিয়ে যেতে তরী কিনারায়
সন্ধিক্ষণের এই যে দিন, তা একবার
আজকের এই নির্ণয়, হয় সমাচার|


শুধু ভালবাসা, চেয়েই কি এই নির্ণয়!
আজকেই ভাগ, হয়ে যাবে অধিকার
বিশেষ হলেও, এই ভাগ নিরাকার
আজকেই হবে, উদ্ভব নব সংস্কার|


পরশের খেলা, আজকেই হবে শুরু
গোপন আব্রু, আজকেই খুলে যাবে|
আবরণহীন, মেলামেশা আজ বৈধ
বৈধ প্রবাহে, দুটি সত্তাও ভাসবে|


সিঁদুরের রং, আজ টকটকে লাল
সিঁথিও চওড়া, কোনো উদ্বেগ নেই
আগামীর দিনে, কেন আসবেই দ্বিধা!
আর না আসলে,ভবিষ্যৎ তো হাসবেই|


যে কামনা আজ, ভরে আছে দুটি মনে
সেই কামনাকে, দিও না হতে মলিন
শরীর মিশুক, মিশে যাক মন সমূলে
শুভ-পরিণয়, কখনো হবে না দীন|
  


আবরণহীন মেলামেশা আজ বৈধ