আবশ্যক-অনাবশ্যক
।।সুবীর সেনগুপ্ত।।


যা নেই পাবো না, তাই নিয়ে ভাবা কেন!
যা আছে সেটাই, দেবে আনন্দ, জেনো।


যা নেই সেটার, প্রয়োজন যদি হয়
তবে চেষ্টার, প্রয়োজনও এসে যায়।


বারবার করে, সফলতা দূরে গেলে
'পাওয়া প্রয়োজন' যেতেই তো হবে ভুলে।


সব প্রয়োজন, হয় না সফল এক বারে
না হলে, আবার প্রয়াসের প্রয়োজন ঘাড়ে।


অনেক কিছুতে, আমরা সফল হই
অসফলও হই, তাতে সন্দেহ নেই।


চেষ্টার আগে, ফল কি হবে তা জানিনা
দুরূহ চেষ্টা, করতেও নেই কোনো মানা।


যতবার খুশী, চেষ্টা তো করা যায়
কতবারে ফল এলো, তা মুখ্য নয়।


ফল পাওয়া গেলো, পূর্ণ হলো উদ্দেশ্য
'কতবারে' ফল, বিধেয়তে হলো ভষ্ম।


যদি সব পাই, হবে কি নিয়োগ সব!
হয় না তাই তো, অল্পই আনে কলরব।


জীবন যাপনে, পাওয়া যথার্থ অস্ত্র
কাঙাল হলেই, জীবন যে ফুটো পাত্র।


পেতে তো হবেই, যা কিছু অপরিহার্য
বাকী না পেলেও, সিদ্ধিও হবে কার্য।


অবশ্যকের বাইরে যে পাওয়াগুলো
পাই বা না পাই, দুই ক্ষেত্রেই ভালো।


অপরিহার্য পেলে কি, থামা উচিৎ!
নাকি সম্মুখে, চোখ রাখা সমুচিত!


আমার মতটা, জানিয়ে কি লাভ, বলো তো!
সকলে আমার মতে যাবে না যে, জানি তো।


স্বকীয় মতের, হতে থাকে জয়গান
চলুক জীবন, চলছে যেমন, নিয়ে প্রাণ।