বারো সংখ্যাটা, ছোট নাকি বড়!
এমন প্রশ্ন কেন তুমি করো!
দশ থেকে বারো, নিশ্চয়ই বড়
কুড়ি হলে, ছোট হয়ে যাবে বারো|


চাইলাম আমি, তোমাকে বোঝাতে
ছোট বড় শুধু আছে তুলনাতে
কোনো সংখ্যাই, ছোট বড় নয়
বড় সংখ্যাও, ছোট হয়ে যায়|


প্রয়োজন তাই, বলার সময়
দুই সংখ্যাতে, কথা যেন হয়
ছোট বড় শুধু, সংখ্যাতে নয়
ছোট বড় আছে, গান কবিতায়|


বাড়ী গাড়ী আর, ধন দৌলতে  
সেখানেও আছে, ছোট বড় সাথে
ছোট বড় আছে, রাগ অভিমানে
সাজ সজ্জায়, পাদুকা চরণে|


সৃষ্টি ধ্বংস, তাও ছোট বড়
পুজোতেও কত, ছোট বড় করো
মন্দিরও ছোট, বড়র কবলে
পূজারীও আছে, ছোট বড় দলে|


এ ছাড়াও আছে, ছোট বড় ভয়
আছে ছোট বড়, দ্বিধা সংশয়
রোজ বলি কত, ছোট বড় কথা
মন ছোট বড়, চিন্তাতে গাঁথা|


গ্রহ উপগ্রহ, সব ছোট বড়
তারা ছোট বড়, গুণতে না পারো
ছোট বড় হয়, দেশ মহাদেশ
শহরগুলোও, ছোট বড় বেশ|


ভাগ ছোট বড়, করতে করতে
জীবন চলছে, ছোট বড় পথে|
ছোট পরিধান, বড় পরিধান
ছোট বড় দামে, মাপা হয় মান|


ছোট বড় দীঘি, ভরে আছে জল
তাতে ছোট বড়, মাছের দখল
মাছ যায় না তো, কোনো তুলনাতে  
মানুষের মনই, তুলনাতে মাতে|


তুলনা করে কি, কারো ভালো হয়!
করলেই, মনে চাপ বেড়ে যায়
কাজ করে ফল, যাই আসুক না
সেটা মানলেই, থাকে না ভাবনা|