নেব নেব না, বলেও তো নিলে
নেব নেব না, কেন বলছিলে!


করতে পারোনা, মনটাকে ঠিক!
বলতে পারোনা, হয়ে নির্ভীক!


অতিথি আপ্যায়নের যে রীতি
তাতে বার বার নিতে বলা, প্রীতি|


তুমি তো অতিথি, যা নেবে নাও না
কেন বার বার, বলো না, না, না, না


ভদ্র হতেই হবে, তা তো জানি
শিষ্টতা মেনে চলা, তাও মানি|


ভদ্র না হলে, থাকবে কে পাশে!
রাত্রিও ছেয়ে, যাবে অভিলাষে|


নিতে কি হবেই, কেউ কিছু দিলে!
এমন নিয়ম, ভেসে যাবে জলে|


দেয়া নেয়া, এই জীবনের মূল
এ তো থাকবেই, নেই তাতে ভুল|


মন না চাইলে, নেব না তো আমি
পরে চাইব না, হলেও তা দামী|


উপহার দিলে, নিতেই তো হবে
না নিলেই, অপমান করা হবে|


এতে নেই, কোনো মতের অমিল
তবুও হচ্ছে, নেওয়াও বাতিল|


প্রয়োজন যদি, হয়ে যেত শেষ
বোধহয়, জীবন হত না বিশেষ|


প্রয়োজন নেই, তাও নিতে হয়
তখন কি আর, না বলা যায়!


নিই বা না নিই, নিজের ব্যাপার
কার কি বলার, আছে অধিকার!


তবে না না বলে, নাও যদি পরে
পড়বেই, সমালোচনার ঝড়ে|


আগে ভাবো, তারপরে বলো