আগে প্রস্থান, ভুল ভুল ভুল।
           ।।সুবীর সেনগুপ্ত।।


উপস্থিতকে, রাখলেই সাথে
হতে পারে আগে 'প্রস্থান'
প্রস্থান হলে, ময়দান খালি
তখন পরেই 'আগমন'।


আগমন আর, প্রস্থান নিয়ে
ভাবনা যখন গভীরে
খুঁজতেই থাকি, উপস্থিতকে
পাইনা কোথাও তাহারে।


'ভাবনা', বিশ্লেষণ এর পরেই
অনুভূতি খোলে চোখ
বুঝি উপস্থিত আলেয়ার মতো
সাথে চাওয়া এক রোগ।


আসা যাওয়া, চির সত্য স্বরূপ
কল্পনা হতে পারে না
এটাই ভিত্তি, মানবজাতির
ভিত্তি জানেনা সাধনা।


জীবন যে খুব স্থূল, ভেবে দেখো
সকলে দেখতে পাবেই
এখানে ওখানে, সংসারে রব
শিশুর আবির্ভাবেই।


আগমন হলো, একটি শিশুর
যেমন এক সংসারে
এই প্রকরণে, ভরল অদিতি
আগমনে ভর করে।


রূপান্তরের, পরে শিশু হবে
কিশোর যুবক বৃদ্ধ
কোন স্তরে, হয়ে যাবে প্রস্থান
সেটাই হয়নি সিদ্ধ।


আসা আর যাওয়া, প্রত্যেক স্থানে
স্থান তো নিছক স্থান
দোকান বাজার, স্টেশন সিনেমা
আদালত বা বিমান।


আগে প্রস্থান, ভাবনা যে ভুল
নিঃসংশয়ে মানছি
আগমন, হতে হবেই প্রথমে
নয় প্রস্থান, জেনেছি।