বলব বলব শুধুই ভেবেছি
বলতে কোথায় পারলাম
একটি শব্দ যেই না বলেছি
হাজার প্রশ্ন শুনলাম|


কাজের ক্ষেত্রে সে একই ধারা
নিজের ইচ্ছা থামালাম
সবার ইচ্ছা পূরণ করেই
কেটে যায় দিন জানলাম|


শুধুই শুনব তাও কি ভাবিনি!
ভাবনাই সার মানলাম
বাধ্য করল বলার জন্য
ইচ্ছাকে চেপে রাখলাম|


বাড়ীর বাইরে হব ধীর স্থির
বাইরে গিয়েই ভুললাম
কিছু না কিছুই হারাচ্ছি রোজ
অসাবধানতা শিখলাম|


নেব তপনের কিছু তাপ রোজ
মাথায় তপন নিলাম
ছায়া দেখলেই সে ছায়ায় বসে
হাঁফ নিয়ে আমি বাঁচলাম|


আর করব না কিছুতেই রাগ
এই পণ আমি করলাম
কত সহজেই পণটাকে ভুলে
রাগ করে ক্ষতি ভরলাম|


সংসারে সঙ সাজব না আমি
ভেবে ভেবে ঠিক করলাম
যেই আলোচনা হয়ে গেল শুরু
সব মেনে সঙ সাজলাম|


না চেয়েই এই জীবন চালাব
মনের মধ্যে আনলাম
সুঁচ থেকে ফাল আশায় ভরেই
পূর্ব ভাবনা সরালাম|


আগে থেকে ঠিক করব না আমি
মনটাকে আমি বোঝালাম
বেপরোয়া হয়ে চলার ইচ্ছে
থাকল মনেই অবিরাম|