উদ্দেশ্যটা হলেই পোক্ত
বিধেয়টা পাবে পথ
যে পথ দেখাবে গন্তব্যই
পূর্ণ হবেই মনোরথ


উদ্দেশ্যটা করণীয় নয়
করণীয় হল বিধেয়
অর্থমূলক উদ্দেশ্যের
বিধেয় পাবেই শ্রেয়।


লক্ষবিহীন কাজ তো অকাজ
যে কোনো সময় ছাড়া যায়
বিধেয় তখন লক্ষভ্রষ্ট
নিমেষে হারিয়ে যায়।


উদ্দেশ্যের অভাব হলেই
বিধেয় কোথায় খুঁজবে
বিধেয়র নেই অস্তিত্বই
শুধু তো খুঁজেই মরবে।


সমূলক হলে উদ্দেশ্যটা
বিধেয়র নেই চিন্তা
অভীষ্ট তার মুঠোর মধ্যে
যেমনি হোক না দিনটা।


উদ্দেশ্য তো থাকতেই হবে
এটা না থাকলে, নয় কাজ
কাজ না থাকলে করণীয় নেই
বিধেয় পাবে না লাজ।