আঘাত পেয়েছি, পেয়েই জেনেছি
আঘাত কেমন, বুঝতে পেরেছি।
তাই সহজেই, দিতেও তো পারি
দেওয়ার আগেই, মন হয় ভারী।
আঘাত দেওয়াটা, ভালো কাজ নয়
তা হলেও দেওয়া, চলছে ধরায়।
নিষেধ জারী তো, কত কিছুতেই
ভাবোনা, আঘাত সেই দলেতেই।
'না' এর দলেতে, আঘাত যাবে না
আলাদা করলে, ক্ষতিও হবে না।
আঘাত না পেলে, সকলের ভালো
আর না দিলে তো, মনে শুধু আলো।
মনোভাবে, প্রতিশোধ থাকলেই
সে মন, আঘাত দিতে থাকবেই।
আঘাত দিয়েই, পেতে চায় জিৎ
ভাবেনা, আঘাতে ফল বিপরীত।
প্রতিশোধ নিতে, যে আঘাত দেওয়া
সে আঘাতে আছে, কারণের ছোঁয়া।
তখন বারণ, লাগবে না কাজে
আঘাত সাজবে, স্বীকৃতি সাজে।
আঘাত যে দেয়, পরিতোষ পায়
সেই পরিতোষ, সাময়িক হয়।
আঘাতের থেকে, শত্রুতা বাড়ে
সাথে সাথে, ক্ষতি আসতেও পারে।
আঘাত কি শুধু, শারীরিক হয়!
মানসিক হলে, আঘাত জ্বালায়।
শরীরে আঘাত, কখনও তো সারে
মানসিক হলে, জাপটিয়ে ধরে।
আঘাত দেওয়ায়, যুক্তি তো আছে
তবুও, আঘাত না দেওয়াই সাজে।
হয় কটূ কথা,নয় মারামারি
নিয়েই তো দেওয়া, আঘাতের বারি।
দিলে তো আঘাত, পেলে কি কিছুই!
যদিও বা পাও, হারিয়ে যাবেই।
সমাধান নয়, আঘাত জড়িয়ে
সমাধান আসে, মত বিনিময়ে।
আঘাত না দিয়ে, যাও না জেরায়
ভাবাও না তাকে, তোমার কথায়।
আঘাতের নেই, কোনো প্রয়োজন
আছে প্রয়োজন, বুদ্ধি ও মন।
আঘাত না ভেবে, ভাবো না মিলন
হবেই জীবন, অমল স্বপন।