//আহ্বানে সমস্যা আসবেই//


সমস্যা করে আছে অপেক্ষা
সমাধান এসে গেলে
সমস্যা যাবে চলে
নইলে যে খেতে হবে ধাক্কা।


সমস্যা অভিযানে তৎপর
দুর্বল কড়ি খোঁজে
সবলকে দূরে রাখে
অনায়াসে ধরে ফেলে এক ঘর।


সমস্যা একা নয়, আছে পরিবার
কেউ যায় উত্তরে
কেউ পশ্চিম ধরে
দক্ষিণ ও পূর্বেও, জমায় পসার।


সমস্যা ঢুকে পড়ে ঘরে ঘরে
জড়িয়ে ফেলে শরীর
শরীর হয় অস্থির
মানসিক যন্ত্রণা বাড়ে ধীরে ধীরে।


সমস্যা গড়ে তুলি আবালবৃদ্ধবনিতা
কিছু কিছু ভয়ানক
কিছু তো হয় নিছক
তাড়াতে না পারলেই, খুঁজি বিধাতা।


সমস্যা শরীরের, অথবা তা জীবনের
আসবে তো নিশ্চিত
হবেও না অভিজিৎ
তা স্বত্ত্বেও, জয় পেতে হিমশিম ঢের।


সমস্যা ছোট বড়, আসে প্রায় প্রত্যহ
কেউ করে অবহেলা
কেউ ভাবে ছোট খেলা
এ খেলায় দেখায় না তাঁরা আগ্রহ।


আহ্বান করলেই, সমস্যা আসবেই
না জানিয়ে যদি আসে
থাক না অবিশ্বাসে
সন্মান না দিলে তো, চলে তো যাবেই।


সব কাজে সমস্যা, পাওয়া যায় খুঁজলেই
খুঁজলে সময় যায়
সময় কি দামী নয়
সময়ের অপচয়, হতে না দেবই।


সমস্যা, জীবনের আর এক নাম
যে নাম উহ্য থাকে
জবাব আসবে ডাকে
ডাক দিলে, সে ডাকের স্বাদহীন পরিণাম।


সুবীর সেনগুপ্ত