//আলাপ হোক সম্পূর্ণ//


অন্য কথায় চলে গেলে
আমার কথার মোড় ঘোড়ালে
আলোচনার বিষয় গেল দূরে...
তোমার বলার ধরণ ধারণ
জানায় না তো বলার কারণ
আলোচনাও নিমেষে যায় মরে।


উদোর পিন্ডি বুধোর ঘাড়ে
চাপিয়ে দেওয়া প্রকারন্তরে
এই প্রণালীতে আখের থাকেই শূন্য...
কথার সাথে মিললে কথা
বাড়েও বলার প্রবণতা
এগিয়ে গিয়ে আলাপ হয় সম্পূর্ণ।


কাজের দিশা রাখতে ধরে
পথের লক্ষ্য দিই না ছেড়ে
মন পায় স্বস্তি, দেখেই কাজের অন্ত...
কথার থেকেই কাজের দিশা
দিশার মাঝে কথায় নেশা
এমন নেশায় মাতাল হলেই, শান্ত।


তোমার কথায় মান্যতা দিই
বলি কথা সেই বিষয়েই
কথায় কথায় গড়তে যে চাই ছবি...
কিন্তু তোমার নেই সে ভাবনা
এক বিষয়ে থাকতে মানা
তাই ফোটেনা গোলাপ বা করবী।


অনেক বলি, শিখতে চাও না
নতুন পথে যেতেও চাও না
আমার ধৈর্য্য অসাড় হয়ে পড়ে...
তাই তো এখন দূরে থাকি
স্বতন্ত্র এই মনটা রাখি
কথায় খুঁজি শান্তি বারেবারে।


সুবীর সেনগুপ্ত