//আলোচনা-বিবেচনা প্রয়োজন//


চাইছে না আলোচনা
থাকছে না বিবেচনা
চাওয়া শুধু কামনা ও বাসনা...
এই কি জীবন বিধি!
ইচ্ছাতে ভরা 'যদি'
লোভ আর লাভ এর উপাসনা।


আগে যেতে আগ্রহী
ভুল পথে ধরাশায়ী
কোনো ঠিক পথ তার জানা নেই...
একে দ্যাখে তাকে দ্যাখে
তারা চলে হাসিমুখে
জানবে তাদের কাছে, ভাবে তাই।


জিজ্ঞাসা করে করে
জেনে যায় প্রাণভরে
আলোচনা, বিবেচনা প্রয়োজন...
বদলায় পদ্ধতি
আলোচনা আনে গতি
বিবেচনা খুলে দেয় আবরণ।


সংশয় দূরে গেছে
কাজ হয় নেচে নেচে
কাজের আগেই আলোচনা...
বিবেচনা তারপর
সেও কাজে তৎপর
সফলতা এসে যায় একটানা।


সুবীর সেনগুপ্ত