আমাদের চাওয়া, থামতে চায় না
শুরুটাকে মনে, রাখতে চায় না
শেষটা কখনো, দেখতে চায় না
আমাদের চাওয়া, শ্রান্ত হয় না|


আমাদের চাওয়া, কাটাকুটি খেলে
প্রয়োজনে নেয়, দাবাকে কবলে
খুশী মনে যায়, অদলে বদলে
আমাদের চাওয়া, পাওয়াতেই গলে|


আমাদের চাওয়া, শুরুতে ভাবনা
ঠিক তার পরে, মেলে দেয় ডানা
ভাবনার আর, মানেই থাকেনা
আমাদের চাওয়া, চাওয়ার কামনা|


আমাদের চাওয়া, প্রথমেতো ছোট
সব ছোট ছোট, অচিরেই মৃত
সেই জায়গায়, বড় শত শত
আমাদের চাওয়া, নয় তথাগত|


আমাদের চাওয়া, সবই তো ন্যায্য
সময় না যেতে, সব অন্যায্য
আর তো করে না, কিছুকে গ্রাহ্য  
আমাদের চাওয়া, নয় বিভাজ্য|


আমাদের চাওয়া, খুব সাধারণ
সহজে হারিয়ে ফেলে, সেই পণ
স্বার্থকে নিয়ে, কলুষিত মন
আমাদের চাওয়া, ভুল আচরণ|


আমাদের চাওয়া, গড়ি আমরাই
কি কারণে গড়ি, করি না যাচাই
কারণ পায় না, কোনোখানে ঠাঁই
আমাদের চাওয়া, শুধু চাই চাই|


আমাদের চাওয়া, খোঁজে ভালবাসা
কার কাছ থেকে, না বুঝেই আশা
এমন চাওয়া কি, নয় ভাসা-ভাসা!
নিরাশায় মন, হয়ে যায় ঠাসা|


আমাদের চাওয়া, ইচ্ছার ধারা
এ ধারা কেবলি, হয় দিকহারা
জানেনা কোথায়, পাবে যে কিনারা
আমাদের চাওয়া, পাওয়াতেই সারা|