বাঙালীর ঘরে জন্ম হয়েছে
বাঙলা শুনেছি ছোট বেলা থেকে
শুনে শুনেই তো শিখে গেছি আমি
খুব সহজেই এই ভাষাটাকে|


বিশেষ গুণের অধিকারী নোই
বাঙলা শুনেছি, শিখেছি বাঙলা
সবাই যা শোনে, ছোটবেলা থেকে
তাই শিখে যায়, এ যে ভাষা খেলা|


যখন বলতে শিখিনি কথাও
মা বলে গেছে বাঙলায় কথা
একই শব্দের পুনরাবৃত্তি
শুনে শুনে, মনে হয়ে গেছে গাঁথা|


ছিল না কেবল শব্দের ঝুড়ি
কাজগুলো ছিল শব্দের সাথে
চোখ ও কানের যুগলবন্দী
শিখিয়েছে, এই ভাষাটা বলতে|


এই প্রকরণে সবাই শিখছে
মাতৃভাষাকে, খুব সহজেই
মাতৃভাষাকে, শেখাতে হয় না
শিখে যায় শিশু, শুনে ও দেখেই|


প্রথম প্রথম, বলাতেই সব
ছোট সে জীবন, থাকে গণ্ডীতে
এরপরে লেখা হয় প্রয়োজন
শিখতেও হয়, বর্ণগুলোকে|


বাঙলায় বলি, তাই তো বাঙালী
বাঙলায় গুণি, বাঙলায় চলি
বাঙলা ঘাটতে, সুবিধা যে হয়
মাতৃভাষাই, জীবন মাদুলী|


শুধু এক ভাষা, যথেষ্ট নয়
অন্য ভাষাও, শিখে নিতে হয়
সে তো করা হয়, বুঝে প্রয়োজন
ভাষাতে জীবন, আলোকিতময়|


কত দেশ ভাগ হয়েছে ভাষাতে
ভাষা মিলে মিশে ভরেছে আশাতে
মাতৃভাষাতে শুরু যে জীবন
সে জীবনে কথা, সুষম ধারাতে|


ভাষার আছেও, আরো এক দিক
সেখানে জাতি ও ধর্ম সমান
ভাষা খুঁজে ফেরে, শত কল্পনা
ভাষা দিয়ে, লেখা হয় বিবেচনা|


মাতৃভাষাটা, দানের মতই
বাকী ভাষা শেখা, চেষ্টার ফল
ভাষা জীবনের, সাথী ও প্রেরণা
এই প্রেরণাতে, গড়ে ওঠে বল|


ভাষা দিয়ে হয়, কথা উৎপন্ন
ভাবকে জানানো, হয় কথা দিয়ে
শত শত ভাষা, হয় প্রতিপন্ন
ভাষার আদরে, কথাকে জড়িয়ে|


আমার ভাষা - মাতৃভাষা