আমি তো বলব, যা বলতে চাই
তোমরা না বলো, ভাবতে চাই না
আমি যা বলব, তা নয় মিথ্যে
তাই তো বলতে, ভাবতে হয় না।


আমি তো করব,যা করতে চাই
তোমরা না করো, মননে আনি না
আমি যা করব, তা তো নয় ভুল
তাই তো করতে, শঙ্কা হয় না।


আমি তো দেখব, যা দেখতে চাই
তোমরা না দ্যাখো, জানতে চাই না
আমি যা দেখব, তা তো সামনেই
তাই তো দেখতে, আয়না লাগে না।


আমি তো বুনব, শব্দের মালা
তোমরা না বোনো, বলতে চাই না
আমি যা বুনব, তাতে ব্যয় নেই
তাই তো বুনতে, চাপ ভাবায় না।


আমি তো লিখব, যা লিখতে চাই
তোমরা না লেখো, বোঝাতে চাই না
আমি যা লিখব, তাতে রোধ নেই
তাই তো লিখতে, সময় লাগে না।


আমি তো শুনব, যা শুনতে চাই
তোমরা না শোনো, দোষ তো দেবো না
আমি যাই শুনি, শুনে খুশী হই
তাই তো শুনতে দ্বিধাও করি না।


আমি তো চলব, আমার মতই
তোমরা চলো, বা চলতে চাও না
আমার চলাতে, রাখব খেয়াল
কারো যেন কোনো, বিপদ হয় না।


আমি তো আমার, ইচ্ছা গড়ব
তোমরা না গড়ো, গালি তো দেব না
আমি তো থাকব, মন আলো করে
তাতেই তো সুখ, যা হারায় না।