//আমার 'অনেক' ভালবাসতেই//


অনেক পেয়েছি, অনেক দিয়েছি
ভুল ভুল ভুল ভুল
অনেক আমার থেকে দূরে ছিল
এখনো দূরের ফুল।


পেয়েছি, দিয়েছি, সব কিছু কিছু
কিছুতেই মশগুল
'কিছু' দিয়ে সজিয়েছি, এ জীবন
'কিছু জীবনের মূল।


কিছুর মাঝেই, পেয়ে গেছি আমি
'অনেকে' এর সন্ধান
'কিছু' দিয়ে গড়া, এই জীবনের
মান নয় অভিমান।


প্রচুর, প্রতুল, ভাবনায় নেই
নেই অনেক আর বেশী
দুলে দুলে তাই, আমি করে যাই
কাজগুলো দিবানিশি।


'অনেক' ভুলিনি, ভুলতে পারিনি
কি করে ভুলব, বলো!
সৃষ্টির কাজে, অনেক এর মাঝে
মনটা যে থাকে ভালো।


'অনেক' আর 'কিছু', থাকে পাশাপাশি
'অনেক' এর প্রতিপত্তি
কতবার বলি, 'অনেক কিছুই'
কেউ কি করে আপত্তি!


'অনেক' মানেই, সব বেশী বেশী
এটা সব্বাই মানবে
'কিছু' বললেই, সব কম কম
জ্ঞান এই কথা বলবে।


অনেক আলোতে, ডুবে যেতে চাই
আমরা তো সকলেই
ক্রমাগত চাই, বাতাসের ছোঁয়া
প্রাণ যে এতে বাঁচেই।


সব কিছুতেই, অনেক কি চাই!
কখনোই তা তো নয়
অনেক যাতনা, অনেক তাড়না
সহন করাই দায়।


তবে কি 'অনেক', ভুলে যেতে হবে!
আমি ভুললে কি হবে!
'অনেক' সবার, মনের বাসনা
বাসনা পূরণ করবে।


আমার' 'অনেক', ভালবাসতেই
অনেক অনেক চাইব
পাওয়া বা না পাওয়া, অন্যের হাতে
শুধু অপেক্ষা করব।


সুবীর সেনগুপ্ত