যে মাতাল করা দুর্নিবার হাওয়ায়
ভেসে আসে অজানিত সন্দেশ
তার থেকে খুঁজে খুঁজে আমি পেয়ে যাই
ইপ্সিত কিছু কিছু মধুর আবেশ|


যে ঘন ঘন বৃষ্টির অবারিত ঝাপটায়
ভিজে যায় আমার উত্তপ্ত মন
আমি পেয়ে যাই ভাবনার শীতল ধারা
শব্দকে সাথী করে করি সুখ মন্থন|


যে সুনীল আকাশের মসৃণ বিছানায়
নির্বিঘ্নে ঘোরাঘুরি করে অম্ভোদ
অপলকে দেখে দেখে আমি পেয়ে যাই
অভাবনীয় কিছু কিছু সম্পদ|


যে কালো রাত্রির নিস্তব্ধ আঙিনায়
খেলা করে ঝলমল নক্ষত্র
ব্রহ্মান্ডের বিশালতা আমি মেপে যাই
অজানা যাত্রাতে এই মন স্বতন্ত্র|


যে দুঃখের অসহনীয় দীর্ঘসময়
ঘিরে থাকে বিস্বাদের অবসাদ
সেই সময়েই আমি খুঁজি উজ্জ্বলতা
পেয়েও যাই অচানক আস্বাদ|


যে বিচ্ছিন্ন ভালবাসায় থেকে যায়
অদৃশ্য শত শত অঙ্গার
তাই দিয়ে জ্বেলে দিই দীপ আমি  
মন ভরে খেলা করে আলোর সম্ভার|