আমার সকাল হয় না মন্দ
হবেই কি করে, চাই না মন্দ|


আমার সকাল কেবলই হাসে
বলেও আমায় কি যে লাভ ত্রাসে!


আমার সকাল আমায় ডাকে
আলো ছায়ার পাতার ফাঁকে


আমার সকাল খুশীর সকাল
কখনো তো হয় না বেতাল|


আমার সকাল আমায় শেখায়
নিয়ম চলে সময় ধারায়|


আমার সকাল এক আদর্শ
প্রতিদিনের সুখের স্পর্শ|


আমার সকাল আঁধার সরায়
দূর এনে দেয় দৃষ্টি ধারায়|


আমার সকাল আলোর সকাল
অনেক শিখায় এ মন মাতাল|


আমার সকাল কাজের সকাল
হয়ত সবার প্রিয় সকাল!


আমার সকাল থাকবে আমার
প্রত্যেকদিন খুলবেও দ্বার|


আমার সকাল চলেও তো যায়
দিয়েও তো যায় দুপুর আমায়|


আমার সকাল ছল করে না
আবার আসে, ভুলও হয় না|