//আমার তীর্থস্থান//


অনতিদূরেই, আমার তীর্থস্থান
এ স্থান শূন্য
অভাবে পূর্ণ
নিয়মিত যাওয়া, তাই আমার বিধান।


প্রাচীন এক, প্রাসাদের ধ্বংসাবশেষ
অসীম শান্ত
চির ঘুমন্ত
আমিই তীর্থযাত্রী, কার নির্দেশ!


কবে হয়েছিল, এই প্রাসাদের স্থাপনা!
কার এই কীর্তি!
কার দূরদৃষ্টি!
আজ এই ধ্বংসাবশেষ, সূক্ষ নিশানা।


আমার তীর্থস্থানে, ঢাকা আছে ইতিহাস
হবে কি প্রকাশ!
দেয়ালেও ঘাস
অগণিত কীট, করছে সেখানে বাস।


মহিমায় ছিল, মন্ডিত এই স্থান
কলকোলাহল
ছিল অনর্গল
এই স্থান ছিল উজ্জ্বলতার মান।


ভগ্নাবশেষ হয়েছে আজকে সাক্ষী
অনেক এ দেশে
আছেও বিদেশে
ক্ষয়ের সাক্ষী, ভলগা ও ময়ূরাক্ষী।


এ সব নিশানা, একদিন হবে লুপ্ত
পুরাতন যাবে
নতূন আসবে
ঘুরে ফিরে এই চক্রে জীবন নির্লিপ্ত।


সুবীর সেনগুপ্ত