আমায় থাকতে দে-না, যেখানে এ মন চায় থাকতে
যেখান সে যাই হোক, সেটা তোর বাড়ী নয়
আমারি ভাঙাচোরা ঘরেতে|


অবৈধ কাজ আমি, জেনে নিস্, করি না ও করব না
নিষিদ্ধ কাজ করে, চাই না কিছুই আমি
অশান্তি এই মনে ঢোকাব না|


আমি ধরব না তাকে, যে ধরা না দিতে চায় ইচ্ছাতে
বলব না কাছে এস, ভরো আলো আঙিনায়
নিজেই জ্বালাবো আঙিনাতে|


আমায় করতে দে-না, নিজের কাজগুলো রোজ রোজ
এতেই যে মনে আসে সুনির্মল আনন্দ
যদিও হয় না রোজ ভুরি ভোজ|


আমায় ভাবতে দে-না, যেমনই হোক-না মম ভাবনা
কেউ তো বাড়ায় না সাহাজ্যের হাত
নিজেরই ভাবনাতে আনমনা|


আমার সব কাজে, কেন যে তুলিস তুই আপত্তি!
তোর সাথে জড়িয়ে তো, নয় কোনো কাজ  
হলে হোক, আমার বিপত্তি|


আমার জীবনে নেই, তোর কোনো অবদান, তাই তো!
কি যে তোর অধিকার, বোঝানো সংস্কার
যার মানে হয় না, তা জানি তো|


আমার অভাব আছে, সে অভাব অবধির বাইরে
অনেক চেয়েও আমি, ভালবাসা পাইনি
তাতে কেন তুই খুশী ভাইরে!


আমায় বলতে দে-না, জ্ঞান কম, আমি বোবা নই
বলব তো বুঝে সুঝে, কাউকে না রাগিয়ে
বুঝিয়ে বললে, আমি থামবই|


আমায় বাঁচতে দে-না, সেই সুখে যার খোঁজ পেয়েছি
তাতে সামগ্রী কম, সে তো আমি জানি
সুখে শান্তিতে আমি আছি|