আমি কি হলাম কবি!


যেরকম মনে হলো
হিজিবিজি কথাগুলো...
কাগজেই লিখলাম
তারপরে পড়লাম...
গড়ল না কোনো কিছু
গেলাম না তার পিছু...
শুধুই কাগজ কালো
কি আর করব, বলো...
হিজিবিজি, নেই দাম
তবু মানে খুঁজলাম।


কথাগুলো ছাড়াছাড়া
নেই গতি নেই ধারা...
এক অপরের ঘাড়ে
চড়ে আছে চুপিসারে...
বদলে দিলাম স্থান
বাড়ল একটু মান...
প্রেরণাও ছুটে এলো
বুকে কিছু বল পেলো...
ছন্দ ও মানে হলো
কবিতাও হয়ে গেলো।


বাড়ল উদ্দীপনা
হিজিবিজি হলো সোনা...
ভেবে ভেবে আরো কথা
খাতাতেই হলো গাঁথা...
বড় হলো কবিতাও
বিষাদ হলো উধাও...
বলে দিলো চেতনা
এখন আর থেমোনা...
সময়কে সাথে নিয়ে
এগোলাম তালি দিয়ে।


পূর্ণ কবিতা হাতে
সুখ-অনুভব সাথে...
পড়া শুরু করলাম
অভিধান খুললাম...
আবার বদল হলো
কিছু কথা বাদ গেল...
আনন্দে দিশাহারা
চড়ল খুশীর পারা...
আমি কি কবি হলাম!
অনুভবে হারালাম।


।।সুবীর সেনগুপ্ত।।