//আমরা সবাই পার্থপ্রতিম//


পার্থপ্রতিম নয় আমার ভাই
পার্থপ্রতিম সে এক মানুষ
পার্থপ্রতিম হবে না কৃষ্ণ
বলতে পারি নি সে এক ফানুষ।


পার্থপ্রতিম নয় কোনো ছবি
পার্থপ্রতিম হতে পারে কবি
পার্থপ্রতিম হবে না করবী
কী কারণে বলি সে আজগুবী!


পার্থপ্রতিম নয় কোনো নেতা
পার্থপ্রতিম হতে পারে ক্রেতা
পার্থপ্রতিম হয়ত বণিক
কী করে বলব সে অভিনেতা!


পার্থপ্রতিম নয় আজনবী
পার্থপ্রতিম হবে কী গরবী
পার্থপ্রতিম হতে হবে রাগী
বলাই যায় না কখনো প্রভাবী।


পার্থপ্রতিম শুধু নাম নয়
পার্থপ্রতিম চলমান ক্ষয়
পার্থপ্রতিম চঞ্চল নাকি!
কেন অকারণে তাঁকে পাবো ভয়!


পার্থপ্রতিম নয় নির্জীব
পার্থপ্রতিম হতে পারে তেজী
পার্থপ্রতিম হবে না শূন্য
বললেই ভুল সদা গররাজী।


পার্থপ্রতিম বিশেষ কী কেউ!
পার্থপ্রতিম জনতারই মুখ
পার্থপ্রতিম নয় অবিনশ্বর
মানুষের প্রাণ নিয়ে সুখ দুখ।


আমরা সবাই পার্থপ্রতিম
কেভিন করন কিংবা করিম
ঘুরে ফিরে সকলেই এক পথে
না হলেও নাম পার্থপ্রতিম।


সুবীর সেনগুপ্ত