আঁধার পূর্ণ, আঁধার শূন্য
সবার কি মত, জানতেই চাই
আমার মতটা জানিয়ে দিই
আঁধার কিন্তু শুধু ভরাই|


আঁধার শত্রু, আঁধার মিত্র
এবার তুমি বলবে-টা কি!
আমার বলা শুনেই রাখো
আঁধার কিন্তু দেয় না ফাঁকি|


আঁধার শান্ত, আঁধার গতি
এখন তোমার ভাব-টা কোথায়!
জেনেই রাখো আমার ভাব-টা
আঁধার মাঝেই সব খুঁজে পাই|


আঁধার ভালো, আঁধার মন্দ
যা বলবে তা বলেই ফেলো
আমার বলার মধ্যে আছে
আঁধার দুই এর মিশ্র কালো|


আঁধার নিঃস্ব, আঁধার ধনী
আবার তোমায় ভাবতে হবে
আমার সাথে মিলবে কি মত!
আঁধার পূর্ণ সব বৈভবে|


আঁধার মিলন, আঁধার বিদায়
খুলেই দাও না মনটা তোমার
বলছি খুলেই, আমিও তো
মেলামেশায় আঁধার সবার|


আঁধার খোলা, আঁধার বন্ধ
জানতে চাইছি শেষ এইবার
আমার জানা বলছি শোনো
আঁধারে ভাব পূর্ণ আকার|