নিরানন্দকে দেব না তো স্থান শরীরে
করব না তাকে দড়ির পাকে বন্দী
গন্ডীর মাঝে রাখব না ধরে তাকে
করব না আমি বিষাদের সাথে সন্ধি।


সদা আনন্দে, আসলে কি থাকা যায়!
নাকি থাকা যায়, সকল সময় দুঃখে!
আনন্দ আর দুঃখের টানাটানি
ফেলেছে আমায় ফ্যাসাদের সম্মুখে।


আনন্দ আর দুঃখকে যদি জোড়া যায়
পাওয়া না-পাওয়ার সঙ্গে অষ্টেপৃষ্টে
পাল্লা তো হবে দুঃখেরই বেশী ভারী
বিষাদ বসবে জমিয়েই অদৃষ্টে।


আনন্দ আর দুঃখের সমীকরণ
মিলতে পারে না কখনই কোনোদিন
আনন্দহীন হলেই দূঃখ আসবে
কেন শুধু শুধু হওয়া আনন্দহীন!


চিরআনন্দ পাওয়া নয় এক স্বপ্ন
প্রয়োজন হলো, বোঝা আনন্দ সংজ্ঞা
সাথে লাগবেই অনাবিল এক মন
যে মন করবে, লাভ ও ক্ষতি অবজ্ঞা।


সদা আনন্দ, পায় নি কি কেউ কখনো!
বিশ্বাস রাখি, কেউ তো আছেই সমাজে
জানতেই হবে, সদা আনন্দ সূত্র
সাজতেই হবে, চির আনন্দ সাজে।