আনন্দ দান।
  ।।সুবীর সেনগুপ্ত।।


যদি আনন্দ, বেশী হয়ে যায়
দান করে দেবো, কিছু আনন্দ
কে গ্রহণ করে, নেবে সেই দান!
তেমন লোককে, খুঁজলে কি পাবো!


কখনও তো হয়, বেশী আনন্দ
দিয়ে দিতে চাই, যতটুকু বেশী
কি করে এ কাজ, করতে যে হয়!
এ তো নয়, দুই কাঁধ ঘেঁষাঘেঁষি।


আনন্দ দান, করা যায় কিনা!
ভালো করে আমি, সেটাও জানিনা
চেষ্টা করবো, জেনে নিতে আমি
অধ্যাবসায়ে, ত্রুটি রাখবো না।


যারা আনন্দে, নিয়তই রয়
তারা নিশ্চয়ই, ভরা আনন্দে!
জানবেও তারা, আনন্দ দান
তারাই জানাবে, সেটা সানন্দে।


খোঁজা শুরু করি, তেমন লোকের
হতবাক হই, খুঁজতে খুঁজতে
সময় হারায়, জলের মতন
পাই না তেমন, লোককে দেখতে।


'সদা আনন্দ', কথাটা শুনেই
কেউ কেউ, দিয়ে দেয় টিটকারি
কেউ বলে, 'তুমি পাগল নও তো'!'
'কাজ না থাকলে, দাও গড়াগড়ি'।


'খোঁজা' নিয়ে যাই, বই এর পাতায়
চুপচাপ খোঁজা, চলে শান্তিতে
কিছু সময়ের, পর বুঝে যাই
এ খোঁজাও যাবে, অসফল পাতে।


খোঁজা অসফল, তা হলে কি নেই
চিরআনন্দে, একটাও লোক!
নিশ্চয়ই আছে, বলছে এ মন
হতে পারে কম, নয় থোক থোক।


দান প্রক্রিয়া, জানতে পারিনি
থামাতে পারিনি, আমার এ খোঁজ
যে ভাবে যখন মনে হয়, করি
আনন্দ দান, আমারই গরজ।
****************