কালকে খুঁজেছিলাম দ্বন্দ
আজকে আমি খুঁজছি ছন্দ
কালকে আমি চাইনি দুঃখ
আজকে কিন্তু চাই আনন্দ|


কালকে পেয়েছিলাম দুঃখ
পেয়েওছিলাম খুব সহজে
আজকে চাইছি আনন্দ, তাও
আসছে কোথায় এই গরজে|


যে দিক তাকাই দ্বন্দকে পাই
দ্বন্দের সাথে থাকেও দুঃখ
যখন খুশী নিলেই হলো
যেন বনের অনেক বৃক্ষ|


ছন্দের মাঝে ঢোকাই কঠিন
অনায়াসেও বাজে না বিণ
বাজল যখন থেমেও গেল
তাই আনন্দ দীনের অধীন|


দ্বন্দ খুঁজলে অপেক্ষা নেই
দৌড়ে আসবে, থাকবে সাথেই
দুঃখ সাথে থাকবে ঘিরে
দেবে বিষাদ দরাজ হাতেই|


কেনই দ্বন্দ খুঁজে বেড়াই
একি আমার মনের কর্ম!
না খুঁজলে কি আসবে না আর!
তাও তো আসে মেনেই ধর্ম|


দ্বন্দ ছন্দ খুঁজতে হয় না
যা আসে তা কর্মের ফল
আসলো যখন নিতেই হবে
নইলে জীবন হবেই অচল|


সকলে জড়িয়ে দ্বন্দে ছন্দে
কখনো দুঃখে, বা আনন্দে
অন্বেষণের কোনো পথ নেই
আসবে ও যাবে সকাল সন্ধ্যে|