আনন্দে অধিকার পৃথিবীতে সব্বার
আনন্দ নেই কেন, সেটাই তো চিন্তার!


কতিপয় আনন্দে, সর্বদা ছন্দে
বাকীদের সন্ধান, জুড়ে যায় দ্বন্দে|


আনন্দ খোঁজা কেন, সেটাও বুঝিনা আমি
আনন্দে ভরা আছে, প্রতিটি বিন্দু ভূমি|


যারা আছে আনন্দে, তাদের অনেক টাকা
এ ভাবনা সরাসরি ভুল নিয়ে বেঁচে থাকা|


ব্যস, একটা গাড়ী হলে, সন্ধান শেষ হবে
গাড়ী হল, সাথে এলো আনন্দ অনুভবে|


অনুভবে আনন্দ থাকলো না বেশী দিন
চলে গেল আনন্দ, বাড়তে থাকলো ঋণ|


কারো উপলব্ধিতে ঘোরাঘুরি আনন্দ
ঘোরাঘুরি শেষ হল, এলো নিরানন্দ|


আনন্দ বাজারে, দোকানে সাজানো আছে
কিনলেই এসে যাবে তোমার আমার কাছে|


যত কিনি ততই তো ঘর ভরে আনন্দে
কি করে যে খালি হয়! পড়ে যাই ধন্দে|


যা দিয়ে লিখছো তুমি, ছোট্ট কলমখানি
সেটাতেও আনন্দ, মানবে না, তাও মানি|


আনন্দ বসে আছে মুক্ত হওয়ার কোলে
প্রতি শ্বাসে ঢুকে পড়ে এ শরীরে পলে পলে|


তবুও এত অভাব, জেনেছ কি কেন হয়!
আমিও কি জানি নাকি! সব কিছু ধারণায়|


ধারণা হলেও, আমি আছি খুবই আনন্দে
এ আনন্দ ভারী হয়ে বসে না তো স্কন্ধে|


আনন্দ উৎস আমার এ মনটাই
প্রহর না গুনে আমি আনন্দ পেয়ে যাই|


আনন্দ খোঁজা নয়, শুধু পেয়ে যেতে হয়
সন্ধানে আনন্দ লুকোচুরি খেলে যায়|


নিয়ে নেব আনন্দ দুঃখের থেকে তুলে
বলবে কি তুমি এই আনন্দ ভরা ভুলে!


প্রতিটি মনেই ভরা আনন্দ নিশ্চিত
নেওয়াটা সেখান থেকে, সেটাই করা উচিত|