//আপন ও পর//


পর আর আপন বেশ তো করেছ ভাগ
ভুল বলা হলো বোধহয় আমার
ভাগ হয়ে কাটে দাগ।
যে যার আপন, পেয়ে যায় এই জীবনে
কিনতে হয় না, খুঁজতে হয় না
এই কোণে সেই কোণে।
কজন আপন! গুনতেই পারা যায়
চারধার জুড়ে, এদিকে ওদিকে
গুনেও শেষ না হয়।
আপনের মাঝে, ভিন্ন ভিন্ন সব স্তর
কে কোন স্তরের, আর আদরের
তাও নিয়মের ভর।
পর এর তো নেই, স্তরের বালাই
সব পর হলো, 'যার পর নাই'
দরকারে পেয়ে যাই।
আপনাকে পর, কেউ কি করবে কখনো!
কেউ করবে না, সে তো হয়ে যায়
কী ভাবে! তা তো জানো।
পরকে আপন, করে নিতে হয় জীবনে
যে পারে করতে, সেই করে নেয়
সুললিত আচরণে।
পর আর আপন, ভাগ তো হবেই
ভাগ করেই যে দল গড়া হয়
জীবনের চলা দলেই।
আজ যে আপন, কাল হতে পারে পর
পর নিতে পারে আপনের স্থান
বদলেও যায় ঘর।
কে আপন হলো, আর কেবা হলো পর
সকলেই অস্থায়ী এই জীবনে
স্থায়ী হলো নড়বড়।
পর বা আপন, একটা তো হতে হবে
একলা জীবন কাটানো যায় না
সাথীর সঙ্গ লাগবে।
যে কেউ হোক না, সাথী এক প্রয়োজন
এ সাথী থাকুক শেষের দিনেও
দেখুক বিদায় ক্ষণ।


সুবীর সেনগুপ্ত