চলে যাবে! চলে যাক না অতলে
যদি চায়, যাক পাতালে
চলে যাওয়া নিয়ে এত ভাবা কেন!
চলে তো যাবেই সকলে|


সবাই এসেছে, বিরাজ করছে
কিছুদিন এই ভূতলে
কিছুদিন, কতদিন হয়ে যাবে
ত্যয় হয় চলে গেলে|


পুরো বিশ্বাস আছে নিঃশ্বাসে
দীর্ঘশ্বাস আড়ালে
অভিলাষগুলো যতই থাকুক
সব ভেসে যাবে জলে|


সকলে পেয়েছি একটি জীবন
পাইনি কিছুর বদলে
এটাই কি নয় খুব বেশী পাওয়া!
ভাবনাতে সাঁঝ ঢলে|


আসতে চাইলে, এসে যাক কাছে
কি করা যাবেই না এলে!
শুধু ফল নিয়ে ভাবনা হলেই
অন্ত যাবেই বিফলে|


শূন্য যে স্থান, তাও তো ভরবে
কেউ যদি যায় চলে
কি দিয়ে ভরল, প্রশ্ন তা নয়
বেশী ভাবলেই মরলে|


আসা আর যাওয়া জীবনের মাঝে
সব তো মায়ার কবলে
যে বিষাদ দিয়ে ভরা আসা যাওয়া
থাকবে না মেনে নিলে|


কারো যাওয়া যদি ভাবো গম্ভীর
ভাবলেই ভুল করলে
মনঃস্তাপের শেষ থাকবে না
সেটাই কি চাওয়া আসলে!