//আশা আছে তাই জীবন গড়ায়//


এই প্রাণ থাকবে, আশা থাকবে না
এরকম হতে পারে না
ভাবতে পারবে কেউ কি জীবনে
ভালবাসা থাকবে না!


যেদিন সৃষ্টি হলো এই প্রাণ
মনটাও হলো সৃষ্টি
মন নিয়ে এলো আশাকে সামনে
আশাই ঝড়ালো বৃষ্টি।


আশা শুধু নয় একটি আশাই
হয়ে গেল কত ভাগ
মন জেনে গেল নিরাশা দুরাশা
আর উচ্চাশা বাগ।


প্রাণ কি দেয়নি সব আশাকেই
সমান সমান স্থান!
প্রাণ না থাকলে, আশার কি হবে!
সেটাও তো জানে প্রাণ।


আশা ছিল তাই জীবন গড়ায়
আসে কর্মের প্রেরণা
ভালবাসা, তাও প্রেরণায় ভরা
এটাও সঠিক ধারণা।


প্রাণ বসে বসে, চুপ করে দ্যাখে
আশার কান্ড কীর্তি
যেদিন এই প্রাণ ছাড়বে শরীর
হবেই আশার বিরতি।


সুবীর সেনগুপ্ত