রাখতে চাইনি, এ মনের মাঝে ভুল
তাই তো ভেবেছি, ভুল নিয়ে এত বেশী
বয়স বেড়েছে, বাড়তে দিইনি আশা
কম কম আশা, বুঝতে দিয়েছে ভুল|


কাজে ভুল নিয়ে, তেমন ভাবনা ছিল না
এটা ছিল বেশী, 'ভালবাসা' ভাবনাতে
ভালবাসাতেই, ভুলের মাশুল কঠিন
এ ভুলের ছায়া, মুক্তি দিতেও চায় না|


প্রথম করছি, সেই কাজে যদি ভুল হয়
সে ভুল হয় না, কোনো ভাবে বড় দোষ
জানা কাজে ভুল, হয় না ক্ষমার যোগ্য
সেই ভুলে দোষ, হয়ে যায় প্রতিকূল|


ভুল পথে চলা, ভুল কাজ সম নয়
আর যদি হয়, সেটা ইচ্ছার বিনিময়
কারো ইচ্ছাকে, বদলানো দুঃসাধ্য
সেই পথে, কাজগুলো ভুল ধরা হয়|


ভুল আর ঠিক, দ্বন্দ্বের মাঝে দুলছে
কি ভুল কি ঠিক, কে করে দেবে বিচার!
হাত থেকে পড়ে, ভেঙে গেলে, সেটা ভুল
কেন অসময়ে, ভালবাসা ভুল বলছে!


কাজের শুরুতে, করলে ভুলকে স্মরণ
ছুটে এসে 'ভুল', বসবে কাজের ঘাড়ে
কাজের পূর্বে,  'ভুল' ভাবাটাই ভুল
ভুল হয় হোক, ভুল হওয়া সাধারণ|


'ভুল' কেন চেপে বসবেই মনে, বলো তো!
বসতে দিলেই বসবে, এতে ভুল নেই
'ভুল' ভালবাসে, আশংকা আর সংশয়
এগোনোর পথে, ভুলের স্মরণ ছাড়ো তো|


ইচ্ছা করে কি, করে নাকি কেউ ভুল!
সাধারণ ভুল, বলবে না কেউ অপরাধ
ভুলের অভিপ্রেত, থেকে যদি ভুল হয়
তখন মাফ তো, দৃষ্টিতে দেওয়া ধুল|  


'ভুল' ভুলে গিয়ে, এ মন এখন শান্ত
কাজ ধরি, আর শেষ হয়ে যায় কাজ
কাজে ভুল নেই, এ দাবী কোথায় করছি!
ভুল কম হয়, ঠিক করে পাই প্রান্ত|


আশা হ্রাস করে, বুঝতে পেরেছি ভুল