//আশা কেন হবে স্বপ্ন!//


আশার ভিতরে স্বপ্ন
নাকি স্বপ্নের মাঝে আশা!
দিশাহীন কামনা নিয়ে
করবে কি জিজ্ঞাসা!


ক্রোধে আপ্লুত যদি মন
পারবে সাহস যোগাতে!
মন কি এতই অক্ষম
শুধু থাকবেই খরাতে!


ঈর্ষা কি শুধু ধারণা!
নাকি হিংসার মতো সত্য!
অসূয়ক হয়ে মানুষ
কেবলই স্বার্থ খুঁজবে!


আশা কেন হবে স্বপ্ন!
কেন যে হবেনা বাস্তব!
স্বপ্ন তো শুধু স্বপ্নই
তাতে আশা হবে দুর্লভ।


আশা রাখা যায় আয়ত্তে
স্বপ্নের নেই ঠিকানা
হবে কি দুটো অভিন্ন
তুলনা বোকার ধারণা।


সুবীর সেনগুপ্ত