//আশা করলেই আসবে নিরাশা//


আশা করলেই আসবে নিরাশা
কখনো বা হবে দুরাশা
বলতে কি পারি আসবে না উচ্চাশা!


প্রাণ থাকলেই আসবেও তান
কখনো আসবে সন্মান
কিছু না কিছু তো নিশ্চিত হবে নির্মান।


তন থাকলেই উপস্থিত মন
উঠবেই গড়ে চিন্তন
ধনী দরিদ্র ব্যতিরেকে মন মন্থন।


ধোকা দিলে টোকা খেতেই তো হবে
হয়ে যেতে পারি বোকা
যতই হয়ে যাই না একরোখা।


মন নিলে মন দিতেই তো হবে
নিতেই হবে দ্বায়িত্ব
কোনো বাহানাই করতে কি পারি তথ্য!


তাল মেলালেই হতে হবে সাথী
চলতেও হবে সঙ্গে
চলা প্রযোজ্য হয়ে যাবে রঙ্গে।


উঁচুতে উঠলে নামতেই হবে নীচে
সামনে পিছনে কে কে আছে দেখবে
উঁচুতে লক্ষ্য সকলেরই থাকবে।


অনেক স্বপ্ন দেখলে, কিছু ভাঙবেই
তবে কি স্বপ্ন দেখা নেই!
কেউ কি মানবে আমার এই কথাকেই!


সুবীর সেনগুপ্ত