//আশা থাক, তবে তা যথার্থ//


কথাটা নতূন, আশাটা পুরোনো
কথাটাও যাবে সেই জায়গায়...
আশা আর কথা, দুটোই তখন
থাকবে না খাসা, সেটাই তো হয়।


এ ভাবেই চলে, চলতেই থাকে
সব কিছু আসে, আশাতে প্রথম...
তারপরে দেখি, এসেছে সামনে
খুশী ঝরে ঝরে, থাকেনাও কম।


যত কিছু চাই, আশা হয় পাবো
কেউ তো পায় না, যা যা চায় সব...
কিছু কিছু পাই, আশা কম হয়
আবার তা বাড়ে, থেকেই নীরব।


একদিন ছিল, আশা ভরা মন
পেতে হবে, তা সে যে ভাবেই হোক...
কেন যে এতই, বেপরোয়া হওয়া!
কারণ কি তার, জানে সব লোক!


অতীতে যেটাই, পাওয়ার জন্য
উতলাতে মন, হয়েছিল বাঁধা...
কাছে আসতেই, পুরোনোর পালে
উতলা অতলে, এ কি নয় ধাঁধা?


চাওয়ার কারণ, নিশ্চয়ই থাকে
প্রতিটি মনের, কোণায় কোণায়...
সময় গেলেই, কারণ পুরোনো
পুরোনো হলেই, হারিয়েও যায়।


যা আশায় নেই, তাও পেয়ে যাই
কি করে তা পাই, মাথায় ঢোকে না...
অতি আনন্দে, ভরে যায় মন
পুরোনো নতূন, মনেতে আসে না।


এখন বুঝেছি, বেশী আশা নয়
আমার প্রয়াসে, আছেও সেটাই...
কিন্তু আশা যে, ছাড়তে চায় না
চেষ্টা আমার, ন্যায়ের ঘরেই।


সুবীর সেনগুপ্ত