কালোয় ভেজানো দ্বার খুলে দাও
দেখতে দাওনা আলোয় ভেজানো কান্না
অশ্রু ভেজানো তোমার মুখেই
খুঁজে পাই আমি প্রতিফলনের আয়না|


হাসি হাসি মুখ কতই দেখেছি  
পেয়েছি খুশীর অনেক অনেক গয়না
বিষন্ন মুখে যে খুশীর ছোঁয়া
তার তুলনাতে কিছুই যে খুঁজে পাই না|


তুমি কাছে কাছে তোমাকেই দেখি
অন্য মুখের আদলে যে মন ভরে না
শুধু দেখা দাও যে রূপেই হোক
তোমাকে না দেখে দিনটাও যেতে চায় না|


কেন বিষন্ন কি কারণে বলো!
যদিও কারণ জানতে ইচ্ছা হয় না
তোমার মুখের বর্ণবলয়ে
কিছু নেই, আছে শুধুই খুশীর বন্যা|


তোমাকে ঘিরেই আমাঁঁর স্বপ্ন
এই স্বপ্নের কোনো মাপকাঠি হয় না
আড়ম্বরহীন সহজ রূপেই
থাকো তুমি পাশে, এর অন্যথা কোরো না|


তুমি বিষন্ন, নও তিরিক্ষি
এটাই কি নয় অনন্য এক পাওনা
দেখে দেখে হয় পাওয়ায় বৃদ্ধি
কমে যেতে পারে, ভাবতেও আমি চাই না|


আমি বিষন্ন হলে কি যে ভাবো
জানতেই চাই, তা কি তুমি জানাবে না
একই ভাবনার বিকল্প নেই
এটা মনে রেখে, ভাবনায় আলো আনোনা|