আসক্তি নিয়ে বাঁচাটাই হোক কাম্য
কীসে আসক্তি! সেটাও তো দেখা ধর্ম।
আসক্তি হবে একটা বা দুটো কাজে
বাকী কাজ হবে প্রয়োজন মত গরজে।
নাও যদি থাকে আসক্তি, হবে কাজ
তাতে আনন্দ করবে না মনে রাজ।
আসক্তি থেকে যে কাজ হবে, তা ভিন্ন
খুশী হয়ে মন, হয়েই যাবে অনন্য।
আসক্তিহীন কাজ তো শুধুই কাজ
করতে হবেই, তাই করা সেই কাজ।
জীবন এগিয়ে যায় আসক্তি নিয়ে
অযথা চিন্তা থাকে না এ মন জড়িয়ে।
নিশ্চয়ই উত্তম আসক্তি জীবনে
কূ আসক্তি আনেই দুঃখ পরানে।
কেন থাকতেই হবে আসক্তি জীবনে!
এর উত্তর হতে পারে নাকি, কে জানে!
এক দুই কাজে আসক্তি, হলে জয়
অনেক কাজের মাঝে আসক্তি পরাজয়।
আসক্তি আর আবেগ ভিন্ন ভিন্ন
ভুল করে এক করলে, জীবন ছিন্ন।
কেন আসক্তি! কি এর সঠিক উত্তর!
এতে মনটাতে গতি করে থাকে ভর।
সুস্থ গতির মনটা যোগায় প্রেরণা
প্রেরণাই আনে জীবনে খুশীর ঝর্ণা।