মনে তরঙ্গ
হটাৎ কেন যা ভাবছি
ঘটেনি কিছুই
যা রোজ ঘটনা জীবনে
তবে কি এ মন
অকারণ খুশী জেনেছে
তাই যদি হয়
আর কি ভাবনা মরণে!

খুশী ও অখুশী
ঘটনার সাথে জড়িত
তাই তো জেনেছি
পেয়েছি অভিজ্ঞতায়
এই কারণের
বিরোধিতা কেউ করে না
কারণ ছাড়া তো
এ দুটোই দূরে পর্দায়|


খুশী বা অখুশী
থাকে না তো সাথে সর্বদা
যতক্ষণ থাকে
তার বেশীটাই অখুশী
খুশীর সময়
মনে তরঙ্গ, সাধারণ
সেটাই পাই না
প্রতিদিন বেশী বেশী|


রম্য ঘটনা
আনবেই খুশী পরানে
রম্য না হলে
দুঃখ জড়াবে নিশ্চিত
ঘটনায় নেই
নেই তো খুশী বা দুঃখ
এমন সময়ে
খুশী খোঁজা হয় নিশ্চিত|


আজ তরঙ্গে
আমার এ মন দুলছে
এই দোলাতেই
খুশী অনুভব করছি
ঘটনাবিহীন
এ খুশী অসাধারণ
এরকম হোক
সেটাই তো আমি চাইছি|


অকারণে খুশী
সেটাই আসল, নয় কি!
এ খুশী হয় না
নির্ভরশীল জীবনে
সাধারণ থেকে
এ খুশীর হয় উৎপত্তি
তাই তো এ খুশী
চাইলেই আসে জীবনে|


আসল খুশী তো অকারণ খুশী