আসল নকল নিয়ে নেই কোনো গর্ব
যা পাই তাতেই পেয়ে যাই আমি স্বর্গ|


গর্বের রূপ নিয়ে আছে কিছু সংশয়
কি স্থান স্বর্গ, সেটা তো পুরোই অজানায়|


আসল নকল দুটোই হয়েছে সৃষ্টি
দুটোই আকারে, তাই ছাড়ে না তো দৃষ্টি|


আসল কিন্তু হয়েছে সৃষ্টি প্রথমে
তার জন্যই গুরুত্ব তার রমরমে|


গর্বের সাথে আসল মেলানো যায় কি!
মেলানো যাবে না স্বর্গের সাথে, নয় কি!


আসল দিয়েই কাজ হয় অনায়াসে
নকলের কাজ থাকে ভাঙা বিশ্বাসে|


এগুলো মনের পাওয়া অযাচিত দান
স্বর্গ গর্ব এ সবের আছে কি বা মান!


এ দানের শুরু আর শেষ পাওয়াতেই
ভাবলেই বেশী খেলো হবে আলোচনাতেই|


বলতে কি পারি  গর্ব সবই নকল!
পারিনা বলতে স্বর্গ মানে আসল|


নকল দিয়েই হয়ে যায় যদি কাজ
আসলে খোঁজে কেনই ফেলব বাজ!


গর্ব না করে যদি এসে যায় খ্যাতি
স্বর্গের দ্বার খুঁজবো না দিবারাতি|


আসল, নকল, গর্ব, স্বর্গ কিছু নয়
প্রশস্ত এই মনের ভিতরে সব রয়|


যা করতে চাও সব কিছুই আসল
পরে গড়া হলে কেন যে বলি নকল!