আত্মা ও মন


জানা গেল না তো
মনটা এখনো
জানা গেল না তো আত্মা...
ভাসা ভাসা
দুটো নাম তো দিয়েছি
অনুমানে এই স্বত্বা।


শরীরের মাঝে
কোথায় যে স্থান
খুঁজলেও পাওয়া যায় না...
সব শরীরের
মাঝেই তো আছে
থেকে যায়, সরে যায় না।


শুনতে যা পাই
প্রাণ আত্মাই
থাকলেই, বেঁচে থাকা...
শরীরের থেকে
দূরে চলে গেলে
অচল শরীর খাঁ খাঁ।


আত্মাটা থাকে
শরীরের মাঝে
কখন ছাড়বে, কে জানে!
তখন কি ছাড়ে
যদি মনে হয়
সুখ নেই এইখানে!


অঙ্গরা যদি
কাজে দেয় ইতি
আত্মা পায় না বল...
আর এক শরীর
করে নেয় নীড়
শোনা কথা, নয় ছল।


আত্মা ও মন
এ দুটো সাধন
আরো অঙ্গের মতো নয়...
এ দুটো আছেই
কিন্তু কোথায়!
বলো, কে দেখতে পায়!


দেখা না গেলেও
জানা না গেলেও
উপস্থিত সব জীবনে...
অজানা থাকুক
তবুও থাকুক
তাই ভাবি আনমনে।


সুবীর সেনগুপ্ত