//আত্মপীক্ষা অন্ত ভাবাবে//


যেমন যেমন দিনের অন্ত
তেমন তেমন আমি বাড়ন্ত
তখনই কি হই আমি বিভ্রান্ত!
তা তো নয়, তবে কাজ উঠন্ত|  


বড় হতে হতে শরীর থামবে
ভরা যৌবন ছুটতে থাকবে
অনুষঙ্গের কামনা উঠবে  
অজ্ঞানে দিন সাঙ্গ হবে|


মাঝ বয়সের উত্থানও হবে
যৌবন সেটা ঢেকেও রাখবে
মাঝ বয়সের মাঝামাঝি এসে
শরীরের ঠেলা চেতনা জাগাবে|


কলেজে পড়ব গ্রাজুয়েটও হব
একদিন পড়া থামিয়েও দেব
এক সংসার গড়েও তুলব
সংসারে সংসারীও হব|


আয়ের জন্য কিছু তো করব
আয় বৃদ্ধিতে প্রয়াস চালাব
সত্য মিথ্যে দু-পথে চলব
আয় বৃদ্ধি মুখ্য জানব|


কোনো একদিন থেমে যাবে আয়
মানতে হবেই, নেই যে উপায়
শরীর এখন উদ্দীপক নয়
বার্ধক্যের সমন জানায়|


দিন চলে যাবে স্বাভাবিকভাবে
অবসরে উদাসীনতা থামাবে  
আত্মপীক্ষা মনকে জড়াবে
এই শৃঙ্খলা অন্ত দেখবে|  


সুবীর সেনগুপ্ত