বাধা কেন দেব! বারন করব না
ধাঁধাঁ গড়বার ইচ্ছাই নেই
স্বাধীনতা কেড়ে নেব না|


জীবনটা এক নদীর স্বতঃ প্রবাহ
থামানো যাবে না কোনো কারণেই
তাড়ানো যাবে না স্নেহ|


একটা লক্ষ হয় কি জীবনে মুখ্য!
অনেক লক্ষ্য সাজিয়ে নিলে কি
দূরে যাবে সব দুঃখ!


নিষেধ করে কি কাউকে ঠেকানো যায়!
যা নিষেধ, তাতে এই মন টানে
এই ধারণাটা ভুল নয়|


ধারণা কি হবে জীবনে চলার পুঁজি!
ঘটনার সাথে তাল না রাখলে
ধারণা তো হবে বাজী|


আপনা-আপনি চলতে পারে জীবন
তখন জীবন সব সাদামাটা
হবে না আশা পূরণ|


প্রত্যেক লোক নিজেই জীবন চালাবে
এর অন্যথা হয় নি কখনো
এখন কি সেটা হবে!


নিজ ইচ্ছায় স্বাধীনতা পুরোপুরি
সেই ইচ্ছায় ভাগ বসলেই
হয়ে যাবে দরাদরি|


এক শরীরেই প্রতিটি জীবন চলছে
শরীরে সমতা, সন্দেহ নেই
তবু ভিন্নতা গড়ছে|


তৃপ্তি যে নেই, শরীরের সমতাতে
সমতা তো চাই, অর্থ ও মান-এ
সেটার অভাব জগতে|


সমতা গড়ার জন্য, কি করা বারন!
কখনোই নয়, সকলের জানা
স্বার্থের এটা উদাহরণ|


বারন করছি, দিচ্ছিও বাধা সকলে
এর প্রতিকার আছে কি কোথাও!
কি যে পাই এর ফলে!


নিজের স্বার্থে, কাউকে দেব না বাধা
বারন করব ভাল করতেই
ভাবনা যে সিধাসাধা|