কত যে দোহাই দিয়েছিলে তুমি
সব আজ আর মনে নেই
দোহাই দিয়েই দূরে গিয়েছিলে
মানতে না চাও, ক্ষতি নেই|


দূরে গিয়েছিলে, সেটা তো সত্য
যাওয়া ছিল না তো অন্যায়
কি কারণ ছিল, ভণিতা করার
বলবে কি সেটা ছিল ন্যায়|


আমি কিছু চাই, তুমি কিছু চাও
চাওয়া নয় সারশূন্য
মিল বা অমিল, যেটাই হোক না
তাতে হওয়া কেন ক্ষুণ্ন!


জীবনটা নয় মিথ্যের ভিত
কিছু পাওয়া, কিছু হারানো
উচি নয় কি, তাই মেনে চলা
কপটতা সরানো|


চাইলেই, সব পাওয়া যায় নাকি!
বেশীটাই পাওয়া যায় না
এই ধারাতেই, সবার জীবন
ব্যতিক্রমও হয় না|


তুমি দূরে গেছো, অভিযোগ নেই
নেই হাহুতাশ, পরিতাপ
দুঃখ পেয়েছি, সেটা স্বাভাবিক
এটাও কখনো নয় পাপ|


রুষ্ট হয়েছি তোমার উপর
কারণ, তোমার বাহানা
স্পষ্ট করেই কেন যে বলোনি
তুমি বিমোহিত ছিলে না|


বাহানার কেন প্রয়োজন!