নাই নাই নাই, নাই নাই নাই
আর কতবার বলবে যে 'নাই'
যেটা নাই, জানা হয়ে গেছে নাই
বাজিও না আর 'নাই' এর সানাই|


সব কিছু কার থাকে! জানা নেই
যার থাকে, তার থেকে টানা নেই
বাঁচতেই হবে কিছু নিয়ে 'নাই'
এ ভাবে ভাবোনা 'আছে বহু নাই'|


যেটা আছে, সেটা বলিনা তো নাই
যেটা নাই, সেটা কেন যে জানাই!
ভাবনায় কেন এত 'নাই' 'নাই'!
আমার মন কি 'নাই' এর ঠাঁই!


যদি নাই থাকে, কেন না বানাই!
'নাই' সামলাতে শুধু কি কেনাই!
আমার মতো কি সব ভাবনাই!
সকল মনের ভাব জানা নেই|


কিছু কিছু আছে, কিছু কিছু নাই
বলি কেন বারবার 'নাই' 'নাই'!
স্বভাবে নিয়েছি 'নাই' এর চাঁই
বোধহয় সহানুভূতি কিছু চাই!


ছাড়তেই হবে বলা 'নাই' 'নাই'
খুশী হতে হবে যা আছে তাতেই
ভুলতেই হবে ধানাই পানাই
কিছুদিন বাদে জীবনটাই নাই|