আজ কাল প্রতিদিন
যা পারেন দিন
চাই তাই কিছু পাই
খাই, তবু ক্ষীণ।


নাই নাই কিছু নাই
তাও বেঁচে আছি
ইচ্ছেটা হারায় না
একটুতে নাচি।


আমরাও নাগরিক
কেউ কেউ বলে
এ বলার মানে নেই
ভুলে যাই কালে।


আমরা গরীব, জানি
নাই চাল চুলো
আনন্দ দেয় শুধু
ভিক্ষের ধুলো।


রাস্তায় থাকি, তাই
কোনো দায় নেই
কাপড় বিছিয়ে পাই
পেটটা ভরাই।


অনেকেই গালি দেয়
সাথে ভর্ৎসনা
এতই শুনেছে মন
দুঃখে ভরে না।


আমরা যে ভিখারী
এটা তো মানুন
গালি দিয়ে ভিখ দিন
বাঁচিয়ে রাখুন।