যত আনন্দ আছে সৃষ্টিতে
তার এককণা কোন দৃষ্টিতে!
দৃষ্টি দেখায়, দেখিয়ে ভাবায়
এই ভাবনা কি আনন্দ দেয়!


চোখ মেললেই দৃষ্টি সামনে
কখনো দুপাশে, কখনো পিছনে
উর্দ্ধেও যায়, দূরে বহুদূরে
কত আনন্দ আসে উড়ে উড়ে!


সৃষ্টি করেই পাই আনন্দ
কত আনন্দ পারিনা বলতে
দৃষ্টি সৃষ্টি হয় কি তুলনা!
হয় না তুলনা, যাতে মন মাতে|


সকলেই করি কিছু তো সৃষ্টি
প্রায় প্রতিদিন এ-কাজে ও-কাজে
নিজের সৃষ্টি মনে হয় খেলো
অন্যের হলে তাতে মন সাজে|


সৃষ্টিকে দূরে রাখাই যায় না
কি করে রাখব! সৃষ্টিই শুরু
আরো আরো আরো সৃষ্টিই হবে
যা দেখে যাবেই কুঁচ্কেও ভুরু|


বাগানে নতুন ফুলের সৃষ্টি
আনন্দে ভরে যায় এ হৃদয়
নতুন রকমে করলে রান্না
সুস্বাদু হলে হৃদয় ভরায়|


যেমনই হোক না করো না সৃষ্টি
হোক সে সৃষ্টি অপ্রয়োজন
তবুও তো আসে বেশ আনন্দ
যে আনন্দে খুঁত হয় না কারণ|


যখন সৃষ্টি হয় এক প্রাণ
সকলের মুখে হাসির জোয়ার
সৃষ্টি হারালে হাসি মুছে যায়
সৃষ্টি কি নয় জীবনের সার!


লিখে লিখে করি কবিতা সৃষ্টি
তার আনন্দ তুলনাবিহীন
সৃষ্টির ধারা সদা প্রবাহিত
এই ধারাতেই হও না বিলীন|


বাঁচিয়েই রাখো সৃষ্টির ধারা