ঝরছে রক্ত, ঝরতে দাও না
মরছে মরুক, আর চিন্তা না


কেন প্রচেষ্টা, বাঁচিয়ে রাখার
বাঁচার ইচ্ছে, জাগিও না আর|


বাঁচিয়ে রাখলে, ভিক্ষাবৃত্তি
শুনবেও, গালাগালি ও খিস্তি


হালকা জীবন, গুরুত্ব নেই
মরন বাঁচায়, পার্থক্য কই!


সে তো নয় সঙ, এক সংসারে
কে পাবে দুঃখ, গেলে পরপারে!


ভিক্ষের চাল, কাঁড়া বা আকাঁড়া
বাঁচার মানেও রুক্ষ সাহারা|


ওর রক্তের রঙটাও লাল
তবুও হয়-না শুভ্র সকাল|


মানবিকতার জন্য বাঁচবে!
বেঁচে যায় যদি, কে সাথে থাকবে!


ওর সাথে থাকা, কিছুতেই নয়
ওর জীবনের, স্মৃতি হলো ক্ষয়|


ও কি নয়, নিরাশার এক ছবি!
সেই নিরাশাই, লিখে যায় কবি|


ওকে বাঁচালে কি, হবে কৃতজ্ঞ!
ভুল ধারণাতে, হয় না অজ্ঞ|


প্রাণ আছে, তাই বাঁচতেও হয়
তাগিদে তো নেই, জয় পরাজয়|


ওর কাছে প্রাণ, পেটটার জ্বালা
জ্বালা সহে সহে, কেটে যায় বেলা|


বাঁচিয়ো না ওকে, বাঁচিয়ো না তুমি
যেতে দাও ওকে, ছেড়ে এই ভূমি|


কাঁদবে না কেউ, কেউ ভাববে না
ন্যাকা কান্নার, ঢেউ উঠবে না|


মরণেই ওর আসবে মুক্তি
এই বিশ্বাসে আনো-না যুক্তি|


বাঁচিয়ো না ওকে, বাঁচিয়ো না তুমি