ভালবাসতেই ভাল লাগে, তাই
ভালবাসি আমি নিজেকে...
তোমাকেও আমি খুব ভালবাসি
সেই ভালবাসা হয় না তো বাসি
বাঁচতেও চাই শুধু ভালবাসা মেখে|


ভাললাগে কেন ভালবাসতেই!
সেটাও তো আমি ভেবেছি...
একটা কারণ খুব সাধারণ
ভালোবাসাকেই তুমি ভাবো ধন
সেই ধনে আমি, তোমাকে পুষ্ট করছি|


ভাললাগে ঘাসে শিশির বিন্দু
তাই উঠে পড়ি ঊষার লগ্নে...
উপভোগ করি শিশির বিন্দু
তৃপ্তি এ মনে অসীম সিন্ধু
এই নিয়মের, পালন করিও যত্নে|


খুশী ভরতেই ভাললাগে মনে
ভোরেও ফেলি তা সহজে...
কর্মের থেকে তুলে আনি খুশী
সে খুশীতে ভরা, হাসি রাশি রাশি
সমাপন করি, কাজও নিজের গরজে|


দিতে ভাললাগে শুধু ভালবাসা
দিয়েও ফেলি তা অলক্ষে...
যাই দিতে পারি, তাও সামান্য
কিন্তু খুশীতে হই তো বন্য
খুশী তুলে রাখি, যত্নেই নিজ বক্ষে|


এত ভালবাসি তোমার স্পর্শ
জড়াই বাহানা বানিয়ে...
এই স্পর্শেই প্রেরণার ধারা
ফুটে ওঠে যত নব নব চারা
এই দৃশ্যেই, যায় যে দুচোখ ধাঁধিয়ে|


ভাললাগাকেই, শখ বানিয়েছি
শখে ভালবাসা খেলছে...
এই শখ আমি মনেই ধরেছি
পূরণ করতে পণও করেছি
ভালবাসা শখ, আমায় বাঁচিয়ে রেখেছে|