কথায় কথায় রবীন্দ্রনাথ
সত্যেন বোস বলতে ছাড়ে না
নামটা বাঙালী, গর্বে বাঙালী
বাংলায় কথা বলতে পারে না|


মাছের ঝোল আর ভাত শুনলেই
খোঁজ নিতে থাকে প্রাপ্তিস্থান
শত অসুবিধা নিয়ে ছুটে যায়
বাংলা শিখতে বললে, শেখে না|


জন্ম হয়েছে বাঙালী হয়েই
তাই তো বাঙালী, ভুলটা কোথায়!
জাহির করে সে গর্ব ধরেই
বাংলা বলতে, মাথা ঘুরে যায়|


ছোট হয়ে যাওয়া, এই পৃথিবীতে
কোথায় সে থাকে! প্রশ্ন তা নয়
নিজ নিজ ঘর, ছেড়েছে সবাই
ভিটে মাটি আজ, অতীতের দায়|


বাংলা সিনেমা, সে তো ভালোবাসে
দ্যাখেও এবং, বোঝেও তো সব
ছবির উপরে, ইংরেজি লেখা
বাংলা যা শোনে, শব্দের রব|


বিখ্যাত যত, লেখকের নাম
তার মুখস্ত, বলেও সমানে
তাঁদের লেখাও, পড়েছে অনেক
সব অনুবাদে, যে ভাষা সে জানে|


আজ এই দেশ, কাল ওই দেশ
সে তো ঘুরছেই, এখানে ওখানে
বাংলার করে অনুসন্ধান
পেয়েও বাংলা, হারায় যে মানে|


বিয়েও করেছে, অবাঙালী বউ
সংসারে নেই, কিছুই বাংলা
বাংলা বাংলা, করেই মরছে
বাংলা বলতে, শেখাও হল না|